নতুন বছরের অজানা কিছু তথ্য জেনে নিন

আজকের পর আসছে নতুন বছর। পৃথিবীর অধিকাংশ মানুষ ইংরেজি নববর্ষ পালন করেন। অনেকে আমরা থার্টি ফার্স্ট নাইট পালন করি।

পৃথিবীর অন্যান্য দেশের মানুষরা কিন্তু নানা ধরণের ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালন করেন।

ইংরেজি নববর্ষের আছে কিছু ইতিহাস। যেগুলো সম্পর্কে আপনারা অনেকেই অবগত নন।

তাহলে আসুন জেনে নেয়া যাক।

নববর্ষ উদযাপনের রীতিনীতি চালু হয়ে ছিল ৪০০০ বছর আগে

তৎকালীন রোমান প্রধান জুলিয়াস সিজার প্রথম জানুয়ারী মাসের নাম করণ করেন।

রোমান দেবতা জেনাস এর নামকরণে এই মাসের নাম দেয়া হয়। এই দেবতা রোম এর প্রবেশ দরজায় থাকেন।

জেনাসের দুটি মুখ একটি পেছনে এবং অন্যটি সামনে। তাই সিজার ভাবলেন বছরের শুরুর মাসটির নাম এই দেবতার নামেই করা উচিত।

নতুন বছরের শুরুতে অনেক বেশি সবুজ সবজি খান

বলা হয়ে থাকে যে বছরের প্রথমে যত বেশী সবুজ সবজি খাবেন আপনার বছর তত ভালো যাবে। বছরের প্রথম দিন অনেকেই তাই বীন, মটরশুঁটি খেয়ে উদযাপন করেন।

পৃথিবীর কতজন মানুষ মদের বোতল খুলে নববর্ষ পালন করেন

আমেরিকানরা প্রায় ৩৬০ মিলিয়ন গ্লাস মদ খায় এই সময়। এই উদযাপন মনে করিয়ে দেয় সতেরশো শতাব্দীর ইতিহাস।

নিউইয়র্ক টাইমস স্কয়ারের বল ড্রপ

যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্যের মধ্যে নিউইয়র্ক একটি খুব জাঁকজমক পূর্ণ শহর। এই স্থানটি বিশ্বের সন্ধিস্থল হিসেবেও পরিচিত।

টাইমস বিল্ডিং-এর সামনে নববর্ষের উৎসব হয়। বছরের প্রথম দিনের শুরুতে রাত ১২টায় বার্ষিক উৎসব হয়। ৩১ ডিসেম্বর ১৯০৭ সাল থেকে শুরু হয়ে আজ অবধি তা চলছে।

এ উৎসবের প্রধান আকর্ষণ ‘বল ড্রপ’ প্রতি নববর্ষের আগের দিন ১০ লাখেরও বেশি দর্শনার্থীকে টাইমস স্কয়ারে টেনে আনে।

অনেক দর্শনার্থী শুধু বল ড্রপ দেখার জন্য এবং বছরের শেষ রাত কাটানোর জন্য ৩/৪ গুণ বেশী ভাড়া দিয়ে নিউইয়র্কের হোটেলগুলোতে রুম ভাড়া করে।

বছর শুরু নিয়ে ডেনমার্কের ঐতিহ্য

বিভিন্ন দেশে নানান ধরণের ঐতিহ্য পালন করা হয়। কিছু কিছু দেশে নববর্ষ নিয়ে তাই মজাদার সব ঐতিহ্য পালন করা হয়।

ডেনমার্কের মানুষেরা দরজায় থালা বাসন ছুঁড়ে মারে।

এর পেছনে কারণ হল ডেনমার্কের মানুষের বিশ্বাস যার দরজায় যত বেশী থালা বাসন ছোঁড়া হবে তার সেই বছর তত বেশী নতুন বন্ধু হয়।

বছর শুরু নিয়ে স্প্যানিশের ঐতিহ্য

ডেনমার্কের মতো স্প্যানিশরাও একটা ঐতিহ্য পালন করেন।

৩১ ডিসেম্বরের রাতে সবাই ১২ টা করে আঙ্গুর খায়।

তাদের বিশ্বাস যারা এটা করবে বছর জুড়ে তাদের ভালো ভাগ্য থাকবে।

১৮৯৫ সাল থেকে এই ঐতিহ্য পালন করে আসছে স্প্যানিশরা।

3 thoughts on “নতুন বছরের অজানা কিছু তথ্য জেনে নিন”

Leave a Comment