আইফোন এস ই (SE) যখন আইফোন সেভেন (7) এর থেকে ভালো

আইফোনের জন্য পাগল নয় এমন মানুষ পাওয়া দুষ্কর। অ্যাপল কোম্পানির এই ফোনের জন্য অনেক মানুষ তো কিডনি পর্যন্ত বিক্রি করতে চেয়েছে। প্রত্যেক বার যখন এই কোম্পানি ফোন বের করে সারা পৃথিবীতে তখন ভয়ঙ্কর তোলপাড় পড়ে যায়। সাধারণত ফোনটি পারফরমেন্স এবং লুকের জন্য জনপ্রিয়তা অর্জন করেছে। আজ আপনাদের জানাবো ২০১৬ সালের ২১ মার্চ রিলিজ হওয়া আইফোন এস ই এবং ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর রিলিজ হওয়া আইফোন সেভেন এর ভেতর পার্থক্য। জেনে অবাক হবেন যে SE is better than seven. তর্ক করার আগে যা বলি তা ভালো করে শুনুন। বিশ্বাস না হলে গুগল করে নেবেন। পার্থক্য গুলো তুলে ধরছি বিবেচনা করার দায়িত্ব আপনাদের।

ডিজাইন ও সাইজ

iPhone SE – 123.8 x 58.6 x 7.6 mm (4.87 x 2.31 x 0.30 in), 113g

iPhone 7 – 138.3 x 67.1 x 7.1 mm (5.44 x 2.64 x 0.28 in) and 138g

আইফোন

SE ফোনটার সাইজটা অসাধারণ। SE এর মানে হচ্ছে স্পেশাল এডিশন। এটি একটি শক্তিশালী ছোট ফোন। সাইজের প্রেক্ষিতে ফোনটি অসাধারণ কাজ করে।

ডিসপ্লে

iPhone SE – 4-inch LED-backlit IPS LCD, 1136 x 640 pixels (326 ppi pixel density), 60.8% screen-to-body ratio

iPhone 7 – 4.7-inch LED-backlit IPS LCD, 1334 x 750 pixels (326 ppi), 65.6% screen-to-body ratio. 3D Touch

ডিসপ্লে দেখে আমি সবচেয়ে অবাক হয়েছি পিক্সেল ডেনসিটি একি রকম ৩২৬। দুটাই LED-backlit IPS LCD. আইফোন সেভেন এ আকর্ষণীয়তা বলতে থ্রিডি টাচ আর কিছু দেখছি না। বাকি পরিবর্তনগুলো শুধু নামে মাত্র ছাড়া কিছু না।

পারফরমেন্স

iPhone SE – Apple A9, CPU: Dual-core 1.84 GHz Twister, GPU: PowerVR GT7600 (six-core graphics), 2GB RAM

iPhone 7 – Apple A10 Fusion: Quad Core CPU, Six Core GPU, 2GB RAM

চিপসেট আর প্রসেসর ছাড়া কোন পরিবর্তন লক্ষণীয় নয়।

আপনি জেনে হয়তো বিশ্বাস করবেন না SE  ব্যাটারি পারফরমেন্স সেভেনের থেকে অনেক ভালো।

ক্যামেরা

iPhone SE – Rear: 12 megapixel sensor, f2.2 aperture, Focus Pixels, EIS, dual-LED flash, 4K video recording. Front: 1.2MP Front Camera, f2.4 aperture, 720p video recording

iPhone 7 – Rear: 12 megapixel wide angle sensor, f/1.8 aperture, Focus Pixels, Optical Image Stabilization, quad-LED (dual tone) flash, 4K video recording. Front: 7MP sensor, f/2.2 aperture, 1080p recording

SE পর অনেক ফোন আসলো। কিন্তু এই ১২ মেগাপিক্সেল বাড়ানো হল না অ্যাপল কোম্পানির। ক্যামেরাতে অনেক সেন্সর এনেছে কিন্তু আরও অনেক পরিবর্তন আশা ছিল।

দাম এবং মেমোরি

iPhone SE – 16GB ($399), 32 GB ($349)64GB ($499)

iPhone 7 – 32GB ($649), 128GB ($749), 256GB ($849)

যে পরিবর্তন গুলো আমরা দেখলাম সেই অনুযায়ী কি এত দামের পার্থক্য ঠিক? আপনাদের সবার মতামত আশা করছি। যদি রিয়েল আইফোন SE কিনতে চান তাহলে অবশ্যই ঢু মারুন GADGET MONKEY BD তে। তাদের সার্ভিস এবং ব্যবহার আপনাকে মুগ্ধ করবে। রোস গোল্ড কালার আছে কিন্তু সেটা অবশ্যই রিফারবিস হবে। সুতরাং বুঝে কিনুন।

 

 

 

 

 

 

Leave a Comment