বিউটি প্যাক: গরমে আপনার ত্বকে এনে দিবে স্বস্তি

এই গরমে ত্বক নিয়ে আমরা অনেক ঝামেলায় পরে যাই। রোদে ঘুরাঘুরি করার জন্য তৈরি হয় কাল দাগ, তৈলাক্ত ত্বক হলে তো আর কথাই নেই। তাই এই গরমে ত্বকের জন্য চাই কিছু যত্ন। বাসায় তৈরি করে ফেলুন কিছু বিউটি ফেস প্যাক। অতিরিক্ত কাজের চাপ, নানা রকমের চিন্তা ভাবনা, মানসিক চাপ এবং রাতে ঠিকমতো ঘুম না হওয়া এগুলো আমাদের শরীরের সাথে সাথে আমাদের ত্বকের ওপর প্রভাব ফেলে।

চন্দগুঁড়ার ফেস স্ক্রাব

চন্দগুঁড়া, স্যাফরন ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন। মুখ পানি দিয়ে ধুয়ে এই প্যাক মুখে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন।

এরপর ১০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

এতে মুখের দাগ-ছোপ, সানট্যান দূর করে ত্বক করে তুলবে ঝকঝকে।

হলুদের ফেস স্ক্রাব

১ টেবিল চামচ চলের গুঁড়া, এক টেবিল চামচ ময়দা, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো ঠাণ্ডা দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

প্যাকটি মুখে ও গলায় দিয়ে ম্যাসাজ করুন।

২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বক পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

আমন্ড ফেস স্ক্রাব

৪-৫টা বাদাম সারা রাত ভিজিয়ে রেখে সেটা ভালো করে পেস্ট করে নিন। এই পেস্টে দুধ মিশিয়ে আঙ্গুলের ডগা দিয়ে মুখ এবং গলা ভালো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এটা ত্বকের পুষ্টি জোগায় এবং ত্বককে ময়েশ্চারাইজ করে।

পেঁপের ফেস স্ক্রাব

কয়েক টুকরা পাকা পেঁপের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে প্যাকটি মুখে ও গলায় মেখে নিন।

১৫ মিনিট পর পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। প্যাকটি ত্বক ময়েশ্চারাইজ করে ত্বককে করে তুলতুলে। মুখে বয়সের ছাপ জনিত রেখা, রোদের ট্যান ও উজ্জল ত্বকের জন্য ফেসিয়াল করার সময় আলুর ফেস প্যাক ব্যবহার করা যেতে পারে। আলু ভিটামিন সি, ভিটামিন এ ও ভিটামিন বি এছাড়া পটাসিয়াম, আয়রন ও প্রোটিন এ পরিপূর্ণ। তাই এটি আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী।

একটি মাঝারি মাপের আলুকে বেটে পেস্টের মত করে নিন।

এবার তার সাথে ১/২ কাপ টক দই মিশিয়ে আলুর ফেস প্যাকটি বানিয়ে নিন।

বিউটি ফেস প্যাক- ডিম

এই ফেস প্যাকটি ব্যবহার করার কিছুদিনের মধ্যেই আপনি সুফল পেয়ে যাবেন।

১ টি ডিমের সাদা অংশ, ১ চা চামচ ব্যাসন ও ৩-৪ ফোটা লেবুর রস ভালো করে একসাথে মিশিয়ে নিন।

ডিমের সাদা অংশ আমাদের ত্বকের মাংশ পেশীকে টানটান করে ফলত মুখের চামড়া টানটান থাকে।

শসার ফেস প্যাক  

শসা আমাদের ত্বকের জন্য অত্যন্ত ভালো ফেসিয়াল করা ছাড়াও এই ফেস প্যাকটি প্রতিদিন ব্যবহার করা যেতে পারে।

এটি আমাদের ত্বক ঠান্ডা রাখে এবং নমনীয়তা প্রদান করে ফলত ত্বকের রুক্ষতা দূর হয়। শসা ভালো করে ধুয়ে কেটে কষ ফেলে দিতে হবে।

এবার মিক্সিতে ভালো করে বেটে পেস্ট মত তৈরী করে তার সাথে ১-২ চামচ এলোভেরা জেল মিশিয়ে নিতে হবে।

বিউটি প্যাক- গোলাপের পাপড়ি, চন্দন ও দুধ

১০–১৫ টি তাজা গোলাপের পাপড়ি, ২-৩ চামচ চন্দন পাউডার, ২-৩ বড় চামচ জল একসাথে বেটে নিতে হবে।

এটি আমাদের ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে এবং স্কিন টোন হালকা করতে অত্যন্ত কার্যকরী।

এই ফেস প্যাকটি সপ্তাহে ২-৩ প্রয়োগ করা যেতে পারে।

Leave a Comment